সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তনের ফলে নগরে জনস্রোত বেড়ে গেছে- চসিক মেয়র

গোলাম মোস্তফা ভূঁইয়া, চট্টগ্রাম প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ফলে নগরে জনস্রোত বেড়ে যাওয়ায় গরিব মানুষের আবাসনের চ্যালেঞ্জ মেটাতে সহজ শর্তের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।  

বুধবার (২০ ডিসেম্বর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বসতভিটা হারিয়ে দেশের নিম্নাঞ্চলের বিপুল পরিমাণ মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে চলে আসছে। আবার, কাজের খোঁজেও অনেকে ভিড় জমাচ্ছেন শহরে।

বর্তমানে এই নগরে গরিবদের স্থায়ী আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনেকে কষ্ট করে কিছুটা প্রান্তিক অঞ্চলে জমি কিনতে পারলেও বাড়ি করতে পারছে না।

সহজ শর্তে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারলে নগর দরিদ্রের আবাসন সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।  

সভায় উপস্থিত ছিলেন চসিকের স্থপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, সমিতির সভাপতি নুর জাহান বেগম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ