শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য সম্মেলন কক্ষে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি সাতকানিয়া উপজেলার সার্বিক সহযোগিতায় সাতকানিয়া উপজেলা ব্র্যাকের সিনিয়র ম্যানেজার ইব্রাহিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার এটিএম মঞ্জুর মোরশেদ, সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া স্যানিটারি ইনস্পেকটর সরেওয়ার কামাল, সাতকানিয়া উপজেলা ব্রাকের ফিল্ড অর্গনাইজার সত্য প্রিয় চাকমা, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মসজিদের খতিব মোহাম্মদ ইয়াহিয়া, সাতকানিয়া বাজালিয়া বড় দুয়ারা বিনোবিহারের ভিক্ষু প্রজ্ঞারত্ন ভিক্ষু, পল্লী চিকিৎসক প্রদীপ চক্রবর্তী, সাতকানিয়া রাহে নাজাত মাদরাসার পরিচালক জুনাইদ মাহবুব চৌধুরী, সাতকানিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান মীর মাহমুদুল হাসান, সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জাহেদা আক্তার, সিনিয়র স্টাফ নার্স জয়নাব বেগম, সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ শামিম আক্তার, সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি খাতুন, মিডওয়াইফ সোমা বৈদ্য, ব্র্যাকের ব্রাঞ্চ অ্যাকাউন্ট অফিসার এনি দাশ, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক উৎপল দত্ত প্রমুখ।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল বলেন, কোনো রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, সরকার চিকিৎসা ব্যবস্থার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে তা সবার কাছে জানিয়ে দিতে হবে। যাতে সবাই যেন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।

সভাপতির বক্তব্যে ডাক্তার জসিম উদ্দিন বলেন, বিশ্বায়নের যুগে মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে। বিভিন্ন দেশে যেভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হচ্ছে তা পরিবেশের উপর চাপ বাড়ছে। এবং পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণে রোগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, চিকনগুনিয়ার প্রধান লক্ষণ হচ্ছে জয়েন্টে ব্যথা হবে। লিভারে সমস্যা থাকলে প্যারাসিটামল বেশি খাওয়া যায় না।

তিনি বলেন, রোগ প্রতিরোধের জন্য এবং পরিবেশ রক্ষার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বাড়ির আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

তিনি বলেন, যে কারণে পরিবেশ দূষণ হয় সে কারণগুলি পরিহার করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *