মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতির পিতার দর্শন ছিল, কোন মানুষ না খেয়ে থাকবে না : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক:ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল, বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকবে না। তাঁর দর্শন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী সামাজিক কর্মসূচী গ্রহণ করেছেন। 
আজ সোমবার সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল ফিতর-২০২৩ উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের মাধ্যমে অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন ও নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করেছেন।
ডেপুটি স্পিকার বলেন, সারাদেশে অসচ্ছল, গরীব-দুখী মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কজি করে চাল দেয়া হচ্ছে ও টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়া বয়স্ক ভাতা, বৃদ্ধ-ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও উপবৃত্তিসহ বহুমুখী সামাজিক কর্মসূচী গ্রহণের মাধ্যমে সবাইকে সহায়তা করা হচ্ছে। এর ফলে সমাজে ধনী-গরীবের বৈষম্য হ্রাস পাচ্ছে।
তিনি বলেন, প্রতিটি মানুষ যেন সবার সাথে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরীব-দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য, বস্ত্র বিতরণ ও গৃহ প্রদান ছাড়াও যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাট মেরামতকরণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কার্যক্রম চলমান রয়েছে।
ধোপাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান বাবুলের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
এছাড়া মাধপুর মাইবাড়িয়া কবরস্থান ও মাদ্রাসার তিনতলা ভিত বিশিষ্ট মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ