শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চাটখিলে বিএনপির জনসভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নোয়াখালী চাটখিল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভা সাবেক মেয়র মোস্তফা কামাল। চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক লিয়াকত আলী ভুট্টো, যুগ্ন আহবায়ক ইমাম হোসেন টিপু, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, সদস্য সচিব আনিস আহমেদ হানিফ, জেলা যুবদলের সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন-নবী বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম জমাদার, যুবদল নেতা সাইফুল আজম জগলু ও ফখরুদ্দিন ফিরোজ প্রমুখ।

প্রধান অতিথি ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কণ্ঠ রোধ করে রেখেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। দেশের সম্পদ লুটপাট মানুষের ভোট চুরি ও ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত ৫আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ