সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল হাশেম , রাজশাহী:  বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনায় উপলক্ষে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক যুগ্ম আহ্বায়ক,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল,সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদল। সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক রাজশাহী জেলা বিএনপির মোঃআনোয়ার হোসেন উজ্জল।
আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন  সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
তিনি বলেন, “৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেবো।”
সাবেক সহ- সভাপতি বাঘা থানা জাহাঙ্গীর হোসেন, আড়ানী পরিষদ
সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মানুম, সাবেক সাধারণ সম্পাদক চারঘাট থানা মুরাদ পাশা,জিয়া পরিষদ সভাপতি বাবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিগ্রাম যুবদল নেতা জিল্লুর রহমান, রাজশাহী জেলা সংগ্রামি দলের সভাপতি মোঃ মওদুদ আহমেদ মধু, বাঘা উপজেলা সংগ্রামি দলের সভাপতি মোঃ রুবেল আহমেদ,মোনাজাত পরিচালনা করেন আমিনুল ইসলাম।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *