শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জীবন যৌবন সব দিয়াছি

খাঁন মো. আ. মজিদ

আর জ্বালা সহেনা প্রাণে যে মানে না

একবার এসে শীতল করে দাওনা

ও বন্ধুরে তোমায় ছাড়া

আমায় ভালো লাগে না ও বন্ধুরে (২)

জীবন যৌবন সব দিয়াছি

আর নাই কিছু বাকী

তুমি কথা দিয়েছিলে

হবে আমার সাথী ॥

তুমি চলে যেও না

আমায় ব্যথা দিও না ॥

দাগা দিওনা ও বন্ধুরে (২)।

একদিন তুমি বলেছিলে

ঘর বাঁধিবে বলে

সুখে দুখে থাকব মোরা

দুই জনাতে মিলে ॥

কি আগুন বুকে জ্বেলে

কেন তুমি রেখে গেলে ॥

একবার এসে তুমি

দেখা দাওনা বন্ধুরে (২)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ