
মো. মহসিন উদ্দিন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের চান্দনায় কাজীমউদ্দীন চৌধুরী স্কুল এন্ড কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় মূল বিষয় ছিল জুলাইয়ের স্পিড ধরে রেখে দেশ সংস্কারে ছাত্র-জনতাকে একত্রিত করা।
এই দেশের মানুষকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাজ করে যাবার অনুরোধ করেন গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মুহিন।
বাসন থানার আর একজন প্রতিনিধি মো: নাবিল বলেন, জুলাইয়ে স্পিডকে কাজে লাগিয়ে এখনই সময় দেশের প্রতিটি সেক্টরকে সংস্কারে নিয়ে আসা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আপু, আশরাফুল, শাহাদাত, হাবিব, আদনান, মহসিন, রাশেদ, সানি, শুভ, আসিফসহ আরো অনেক ছাত্র প্রতিনিধিরা।