শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জুলাই বিপ্লব দিবস উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির প্রস্তুতি সভা

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: আগামী ৫ আগষ্ট জুলাই বিপ্লব দিবস উপলক্ষে সীতাকুণ্ডে আয়োজিত কর্মসূচিকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ফৌজদারহাট ষ্টেশনস্থ আসলাম চৌধুরী বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু’র যৌথ সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। ফ্যাসিস্টের পতন নিশ্চিতে দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচার মুক্ত স্বদেশে আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ছাত্র-জনতা যুক্ত হয়ে এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিলো। এখানে কারো অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। এখন দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যূগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার, শামসুল আলম আজাদ কাউন্সিলর, নুরুদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন নাটু, নার্গিস আক্তার, এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, মোঃ লোকমান, মোঃ বেলাল, মাওলানা ইসমাইল, মোঃ নাছিম, আব্দুল হান্নান, মাসুদা আক্তার, আবু সালেক, অমলেন্দ কনক, জিয়া উদ্দিন, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, রিফাত, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মোঃ রাসেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরীসহ প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ