বৃহস্পতিবার, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলায় প্রথম স্থান অর্জন রায়গঞ্জের ধামাইনগর ইউপি

কাজল দাস, রায়গঞ্জ: জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে প্রথম স্থান অর্জনকারী রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো: রোজিন পলাশের হাতে সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার ৮৩ টি ইউনিয়নের মধ্যে প্রথম ও উপজেলায় এ নিয়ে তৃতীয়বারের ন্যায় প্রথম স্থান অর্জন করলো ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোজিন পলাশ যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে ০-১ বছর মেয়াদী জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণি পেশার মানুষকে উৎসাহিত করেন। এরই ফলশ্রুতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তারা জেলায় প্রথম স্থান অর্জন করেন।

গত দুই বছর ধরে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

এই শ্রেষ্ঠত্ব পাওয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, ইউনিয়নের বাসিন্দাদের খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ করলেই নিশ্চিত পুরস্কার বিতরণ করেছি। আমাদের লক্ষ্য একটাই ছিলো সেটা হলো কিভাবে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে সহজ ভাবে ভোগান্তি ছাড়াই সেবা পৌঁছে দেওয়া যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ