
সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু(ঝিনাইদহ): কোটা সংস্কার বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার ও গুলির নির্দেশদাতা স্বৈরশাসক শেখ হাসিনার বিচারের দাবিতে এবং এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১নং ভাইনা ও ২নং জোড়াদহ ইউনিয়ন পরিষদে এই কর্মী সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় ইউনিয়ন সভাপতি সাজেদুল ইসলাম রনি বলেন, জোড়াদহ ইউনিয়ন বিএনপির ঘাঁটি আবারও প্রমাণ হবে। সামনে সাংসদ নির্বাচনে হরিণাকুণ্ডু উপজেলার মধ্যে জোড়াদহ ইউনিয়ন বিপুল ভোটে জয়লাভ করবে। আমাদের নেতা মজিদ কাকার হাত আরো শক্তিশালী হবে।
জেলা বিএনপি সভাপতি, এ্যাড মজিদ বলেন, আগামী সাংসদ নিবার্চনে আমরা দলমত নির্বাচারে সবাই একসাথে কাজ করতে চায় এবং সবাই একসাথে কাজ করলে আমরা ব্যাপক ভোটে ক্ষমতায় যাব।
তিনি বলেন, সবাইকে ভালো থাকতে হবে। সন্ত্রাস করা যাবে না, নৈরাজ্য করা যাবে না, শান্তিতে থাকতে হবে, অশান্তি করা যাবে না।
এ কর্মী সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করে সাজেদুল ইসলাম রনি। সঞ্চালনায় ছিলেন মাহিদুল ইসলাম রুহুল, সাধারণ সম্পাদক, ২নং জোড়াদহ ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফাঙ্গীর বিশ্বাস এবং সাধারণ জনতাসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।