শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জোরপূর্বক জমি দখলের চেষ্টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  

আখতারুজ্জামান (কলাপাড়া): পটুয়াখালী কলাপাড়া উপজেলায় জোরপূর্বক জমি দখল ও যৌথ মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক প্রতিবন্ধী যুবক। সোমবার সকাল  এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবন্ধী নুর আলম।
উপজেলার নাচনাপাড়া  গ্রামের রহিম শিকদার  ছেলে মো.নুর আলম শিকদার । তিনি লিখিত বক্তব্যে জানান, কলাপাড়া পৌরসভা শহরের নাচনাপাড়া এলাকায় ৬৬ শতক পৈত্রিক সম্পত্তিতে ৩০ বছর ধরে বসবাস করছি আমার পিতা রহিম সিকদাররের সাথে স্থানীয় মাসুদ সিকদারের জমি থাকায় তার সাথে বহু বছর মামলা চলমান ছিল। জেলা আদালতে মামলা পরিচালনার শেষে মহামান্য হাইকোর্ট থেকে ও রায় প্রাপ্ত হইয়া আমরা শান্তিপূর্নভাবে ওই পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখল করা অবস্থায় আমার পিতা মৃত্যুবরন করেন।২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ায় পূণরায় ঐ জমি জবরদখল কেন্দ্র করে  স্থানীয় প্রভাবশালী ভূমিগ্রাসী মস্তফা মাতুব্বর, গাউস মাতুব্বর, খবির মুন্সী, কালাম মুন্সী, আনোয়ার ঘরামী, দুলাল ঘরামী, মামুন মৃধা জাল কাগজপত্রপত্র তৈরি  করে আমাদের ৩০ বছরের বাড়ী-ঘরের আইল-ভেরী কেটে সীমানা অতিক্রম করে বাড়ীর মধ্যে জমি দাবী করে আমাদের শারীরিক-মানসিক অত্যাচার করছে। প্রতিনিয়ত ভয়-ভীতিসহ জীবননাশের হুমকী দিচ্ছে। বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশসহ স্থানীয় সেনাবাহিনী কমান্ডারকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর আবারো হামলাসহ প্রাননাশের শংকার কথা তুলে ধরে প্রতিবন্ধী নুর হোসেন ৷ পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ন ভোগ দখলে প্রশাসনিক-রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ