বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এর নেতৃত্বে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবি চকচকা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩ শত ২ বোতল ফেন্সিডিলসহ মো. মাহফুজার রহমান ওরফে সাবু (৩৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বুধবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,হাকিমপুর উপজেলার রিকাবি চকচকা এলাকার মো.মতিয়ার রহমানের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী মো. মাহফুজার রহমান ওরফে সাবু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবাগত রাতে দিনাজপুরের হাকিমপুরে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‍্যাব জানতে পারে যে আটককৃত আসামি মো. মাহফুজার রহমান ওরফে সাবু একজন বড় মাদক ব্যবসায়ী সে সীমান্তবর্তী এলাকা পার্বতীপুর থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছে। আর ভোরে সেই ফেনসিডিল গুলো বিতরন করবে তার বিভিন্ন পার্টিদের নিকট এমন সংবাদের ভিক্তিতে র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য আমদানি নিষিদ্ধ ৩ শত ২ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো.মাহফুজার রহমান ওরফে সাবু’কে হাতেনাতে আটক করেছে বলে র‍্যাব জানায়।

পরবর্তীতে ধৃত আটককৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ