এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি প্রশাখা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য কার্যক্রম শুরু করেছে।
গত তিন দিনে সংগঠনটি প্রায় ১৫টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় টিন, সিমেন্টের খুঁটি এবং নগদ অর্থ প্রদান করেছে।
সভাপতি, শ্রী শশাংক রায় সংকর বলেন, “আমাদের লক্ষ্য হলো এই দুর্যোগে যারা বিপর্যস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো। বন্যার কারণে যারা ঘরহারা হয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন করতে আমরা কাজ করছি। এই উদ্যোগের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা হচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের এই কার্যক্রমকে আরও ফলপ্রসূ করছে।”
সাধারণ সম্পাদক, মোহাম্মদ রুবেল উল্লেখ করেন, এই সহায়তা শুধুমাত্র উদ্যোগ নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্বও। বর্তমানে, আমাদের লক্ষ্য হচ্ছে আরো মানুষের কাছে পৌঁছানো এবং তাদের দুর্ভোগ লাঘবে সহায়তা করা। আশা করি, অন্যান্য সংগঠনও আমাদের সঙ্গে যুক্ত হবে এবং এই কার্যক্রমকে আরো বিস্তৃত করবে।”
সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান রাজু বলেন, “বিত্তশালী ব্যক্তিদের আমাদের এই উদ্যোগে এগিয়ে আসতে আহবান করছি। প্রশাখার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, একত্রিত হয়ে আমরা একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারবো। এই উদ্যোগে যারা সাহায্য করতে পারেন, তাদের সহযোগিতার প্রয়োজন। সমাজের প্রতি এই দায়বদ্ধতা আমাদের সকলের।”
সুবিধাভোগী মানুষেরা প্রশাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। আমরা প্রশাখার কাছে কৃতজ্ঞ, যারা আমাদের পাশে দাঁড়িয়েছে।
প্রশাখার সদস্যরা আশা করেন, তাদের এই প্রচেষ্টা অন্য সংগঠনগুলোর জন্য উদাহরণ হবে এবং আরও বেশি মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করবে।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব হিসেবে এই উদ্যোগকে দেখছেন স্থানীয় প্রতিনিধিরাও।