সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীতে শীতকালীন পিঠার জমকালো আয়োজন

ইব্রাহীম আহমেদ, টঙ্গী (গাজীপুর): জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমীর শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বিভিন্ন বাঙালি ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং পরিবেশনা করা হয়।

শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করে, যার মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতই, আরসা পিঠাসহ আরও অনেক ঐতিহ্যবাহী পিঠা উল্লেখযোগ্য। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পিঠা তৈরির প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা এবং রান্নার দক্ষতা প্রদর্শন করে। বিজয়ীদের বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এই পিঠা উৎসব শিক্ষার্থীদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করার একটি দারুণ উদ্যোগ। তারা এখানে কাজের মাধ্যমে সহযোগিতা, শৃঙ্খলা ও সংস্কৃতির মূল্যবোধ শিখতে পেরেছে।’

পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।

এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ