মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

অনলাইন ডেস্ক: এশিয়া কাপে গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। 

এই ম্যাচটি শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়ের জন্য বাঁচা-মরার লড়াই। যারা জিতবে তারা চলে যাবে সুপার ফোরে। আর যারা হারবে তারা ধরবে দেশের বিমান। আজ দলে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম শেখ ও মোহম্মদ সাইফুদ্দিন। তাদের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও এবাদত হোসেন।টস জিতে শানাকা বলেছেন, বড় ম্যাচে রান তাড়া করাটা গুরুত্বপূর্ণ। সে কারণেই তিনি ফিল্ডিং নিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তবে এখন যেহেতু ব্যাটিং করবেন সেহেতু উইকেট হাতে রেখে শেষ দশ ওভার কাজে লাগাতে পারলে ভালো একটি ম্যাচ হবে।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ১২ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪ বার, বাকি জয় লঙ্কার।

যদিও সবশেষ ৬ লড়াইয়ে সমানে সমান তিনটি ম্যাচ জিতেছে দুই দেশ। তবে অন্য হিসেব দেখলে কিছুটা এগিয়েই আছে বাংলাদেশ। সর্বোচ্চ দলী রানে লঙ্কার চেয়ে এগিয়ে টাইগাররা। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২১৫ রান করেছিল বাংলাদেশ। একই বছর বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় স্কোর ৬ উইকেটে ২১৪।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল পেরেরা। টাইগারদের বিপক্ষে তিনি করেছেন ৩৬৬ রান। তবে উইকেট পাওয়ার বিচারে বাংলাদেশের সাকিব আল হাসান সবার ওপরে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি পেয়েছেন ১২ উইকেট।
 
আবার ব্যক্তিগত সর্বোচ্চ রানের হিসেবটা সমান সমান। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস সাব্বির রহমানের। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮০ রান করেন সাব্বির। শ্রীলঙ্কার পক্ষে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন চারিত আসালাঙ্কার। ২০২১ সালে শারজায় তিনি করেছিলেন অপরাজিত ৮০ রান।

তবে বোলিংয়ে সেরা টাইগাররা। মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে কলম্বোতে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সেরা বোলিং লাসিথ মালিঙ্গার। ২০১৪ সালে চট্টগ্রামে ২০ রানে নিয়েছিলেন ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ