সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাইাঙ্গলের বিরুদ্ধে নেত্রকোনার দুর্দান্ত জয়

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অংশ হিসেবে স্বাগতিক নেত্রকোনা জেলা দল দুর্দান্ত নৈপুণ্যে ৪-১ গোলের ব্যবধানে টাইাঙ্গল জেলা দলকে হারিয়ে দারুণ জয় অর্জন করে।

বুধবার বিকেলে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। এছাড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতায় ছিল নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

রোমাঞ্চকর এ খেলায় স্বাগতিক দলের দাপুটে খেলা ও টানা আক্রমণে উল্লাসে মুখর হয়ে ওঠে দর্শকপূর্ণ স্টেডিয়াম। বিজয়ের আনন্দে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে বইতে থাকে উচ্ছ্বাসের জোয়ার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ