বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রেন টিউমারে আক্রান্ত লিপি বেগমের বাঁচার আকুতি, সহযোগিতার আহ্বান

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে ব্রেন টিউমারের যন্ত্রণায় কাতরাচ্ছেন মধ্য বাসুদেবপুর গ্রামের লিপি বেগম(৫০)। গত একবছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে এখন তিনি শয্যাশায়ী।

চিকিৎসক বলেছেন, যত দ্রুত সম্ভব লিপি বেগমের মাথায় অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। একসাথে এতো টাকা জোগাড় করা দরিদ্র লিপি বেগমের পরিবারের পক্ষে সম্ভব নয়। টাকার অভাবে তার চিকিৎসা এখন বন্ধ প্রায়। লিপি বেগমের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি ও তার পরিবার।

ব্রেন টিউমারে আক্রান্ত লিপি বেগম জানান, তার তিন মেয়ে এক ছেলে। দুই মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে। এক মেয়ে এখন স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। ছেলে বাপ্পি হোসেন রাজস্ত্রীর লেবারের কাজ করে। সেও তার স্ত্রী-সন্তান নিয়ে আলাদা সংসারে। স্বামী খোকন হোসেন মহল্লার একজন ছোট্ট মুদি দোকানি। স্বামির সামান্য আয়ে কোনোমতে অভাব-অনটনের মধ্যে চলে ছোট মেয়ের লেখাপড়া আর লিপি বেগমের সংসার। পরিবারে সবকিছুর দেখাশোনা করতেন লিপি বেগম।

হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ডা: মো. আব্দুল আহাদ নামের এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা শেষে লিপি বেগমের ব্রেন টিউমার ধরা পরে। এই খবর শোনার পর যেন আকাশ ভেঙে পড়ে লিপির পরিবারের উপর। এরপর রংপুরসহ বিভিন্ন স্থানে কিছুদিন চিকিৎসার পর চিকিৎসক বলেছেন, যত দ্রুত সম্ভব মাথায় অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। এরইমধ্যে আবার স্ট্রোক করেন লিপি বেগম। এতে তার মুখের একদিক বাঁকা হয়ে যায়।

লিপি বেগমের স্কুল পড়ুয়া মেয়ে মারিয়া জানায়, টাকার অভাবে আমার মা চিকিৎসা করতে পারছেনা। চিকিৎসা করাতে না পাড়লে আমার মা মরে যাবে। আমার মা মরে গেলে আমার লেথা পাড়াও বন্ধ হয়ে যাবে। আমি মাকে হারাতে চাই না।

লিপি বেগমের স্বামী খোকন হোসেন বলেন, গ্রামের একটি ছোট্ট মুদি দোকান করে কোনোমতে আমাদের সংসার চলে। এঅবস্থায় আমার একার পক্ষে এতো টাকা খরচ করে স্ত্রী লিপি বেগমের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার তিনি অনুরোধ জানান।

লিপি বেগমকে সাহায্য পাঠানো ঠিকানা বিকাশ: ০১৪০৪৯৫১৬৩৫

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ