
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় ও আঞ্চলিক পত্রিকার মালিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)র সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বিএসপি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ ২৫ সেপ্টেম্বর সোমবার শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া আরোও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসপির সাধারণ সম্পাদক এ জি কিবরিয়া,সহ সভাপতি , নীতিশ সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনজুরুল বারী মন্জু, এবিএম সেলিম আহমেদ, কাজী আনোয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ বাঙ্গালী, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান খান বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আলামিনুল হক আল আমিন, নির্বাহী সদস্য মোঃ আরিফিন, টিএম শওকত আলী মোস্তফা, রুমাজ্জল হোসেন রুবেল, ড.খান আসাদুজ্জামান, মোঃ তাজুল ইসলাম, আব্দুস সালাম, নুরুন নাহার রীতা, আনোয়ার হোসেন আকাশ, এ্যাডভোকেট সোহান তাহমিনা, আবুল হাসনাত লিটন, অভি চৌধুরী, মোস্তফা হোসেন চৌধুরী, শাজাহান মিয়া সহ অন্যান্য সম্পাদক ও প্রকাশকরা ও উপস্থিত ছিলেন।