
মো. ওসমান গণি ইলি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১৫ এর হোয়াইক্যং ও টেকনাফ ক্যাম্পের যৌথ দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এ সময় এক মাদক কারবারী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন নজির আহম্মদ (৪৮), জাকির হোসেন (৪৭) ও মোঃ হাসান আলী (৪৮)। তারা সবাই সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বাসিন্দা।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিল বলে স্বীকার করেছে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।