বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ট্রাকচাপায় স্কুটি আরোহী আইনের ছাত্রী ও বন্ধুর মৃত্যু

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইন কলেজের ছাত্রী ও তার বন্ধু মোটরসাইকেল (স্কুটি) আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের ছাত্রী শারমিন আক্তার (২২)। তিনি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির এন ব্লকের মৃত ইয়াসিন বাবুলের মেয়ে। অপরজন একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুটি আরোহী দুই জন নিহত হয়েছেন। মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় নিহতদের চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আহত দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসেন রফিকুল ইসলাম নামে এক কলেজ ছাত্র। তিনি জানান, স্কুটি এবং ট্রাকটি হক্কানী পেট্রোল পাম্প থেকে তেল নিয় যাওয়ার সময় ট্রাকের পেছনের চাকার ধাক্কা লাগে স্কুটিতে। এতে ট্রাকের পেছনের চাকায় দুজন পিষ্ট হন। এতে রক্তক্ষরণে মেয়েটির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যান। স্কুটিটা চালাচ্ছিলেন ছেলেটি। মেয়েটির ব্যাগে নগদ ৪৩ হাজার টাকা ছিল।

মেহেদী হাসানের ছোট ভাই রবিউল হোসেন তুহিন বলেন, ‘আমার ভাই একটি অনলাইন দৈনিকে চট্টগ্রাম থেকে কাজ করতেন। তার পাঁচ বছরের একটি মেয়েসন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা।’

পাহাড়তলী থানার এসআই মানিক ঘোষ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী এবং ছেলেটি বিবাহিত। তাদের মধ্যে কী সম্পর্ক তা জানা যায়নি।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *