বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাক চাঁপায় ৪ জন নিহত-র‍্যাবের হাতে ঘাতক চালক আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি

নওগাঁ-রাজশাহী মহাসরকে ট্রাক চাঁপায় ৪ জন নিহতের ঘটনার ঘাতক চালক আসামী মোঃ মামুনুর রশিদ (৪০) কে নওগাঁর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়ান-র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‍্যাবের হাতে আটককৃত ঘাতক চালক মোঃ মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘী থানার রথবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (০৬ জুন) র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মামুনুর রশীদ নওগাঁর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার নওগাঁ জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশীদকে হাতেনাতে আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ থাকে যে গত সোমবার (৫ জুন) নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাওয়ার পথে হাট চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়।

উক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নওগাঁ জেলার মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র‍্যাব জানায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *