মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাস্ট ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শহীদুল ইসলাম

রুবিনা আক্তার দীপা: বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল ইসলামকে ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশালের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ (চার) বছরের জন্য এই নিয়োগ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তাঁর এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর পর্যন্ত স্থায়ী হবে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ভিসি পদে শহীদুল ইসলামের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ।

তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি আমদের জন্য অত্যন্ত গৌরব ও অহংকারের বিষয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকদের পক্ষ থেকে তাঁর প্রতি রইল শুভকামনা।”

প্রফেসর ড. শহীদুল ইসলাম উচ্চ পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময়ে শীর্ষ পর্যায়ে স্বীকৃতি লাভ করেছেন। ট্রাস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, মাৎস্যবিজ্ঞান অনুষদ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, রিজেন্ট বোর্ডের সদস্য, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, পরিবহন কর্মকর্তা, হল প্রভোস্ট, আই-কিউ এসি এর পরিচালক, রিসার্চ এন্ড ট্রেংনি সেন্টারের পরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

১৯৮৫ তিনি এসএসসি ও ১৯৮৭ সালে তিনি এইচএসসি পাস করেন। পরে তিনি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এ বিভাগ থেকে ১৯৯৬ সালের পরীক্ষায় এ গ্রেড নিয়ে বিএসসি এজি অনার্স এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন। গত ২০১২ ইং সালে পবিপ্রবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ছাড়াও দেশি-বিদেশি জার্নালে শহীদুলের ২৭টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করেন। শহীদুল ইসলাম যশোর জেলার আলমনগর গ্রামে ৩০ শে ডিসেম্বর ১৯৭০ ইং সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মো. আব্দুর রহিম খান ও মাতা সবিরন। তিনি সকলের নিকট দোয়া কামনা করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ