রুবিনা আক্তার দীপা: বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল ইসলামকে ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশালের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ (চার) বছরের জন্য এই নিয়োগ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তাঁর এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর পর্যন্ত স্থায়ী হবে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ভিসি পদে শহীদুল ইসলামের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ।
তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি আমদের জন্য অত্যন্ত গৌরব ও অহংকারের বিষয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকদের পক্ষ থেকে তাঁর প্রতি রইল শুভকামনা।”
প্রফেসর ড. শহীদুল ইসলাম উচ্চ পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময়ে শীর্ষ পর্যায়ে স্বীকৃতি লাভ করেছেন। ট্রাস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, মাৎস্যবিজ্ঞান অনুষদ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, রিজেন্ট বোর্ডের সদস্য, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, পরিবহন কর্মকর্তা, হল প্রভোস্ট, আই-কিউ এসি এর পরিচালক, রিসার্চ এন্ড ট্রেংনি সেন্টারের পরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
১৯৮৫ তিনি এসএসসি ও ১৯৮৭ সালে তিনি এইচএসসি পাস করেন। পরে তিনি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এ বিভাগ থেকে ১৯৯৬ সালের পরীক্ষায় এ গ্রেড নিয়ে বিএসসি এজি অনার্স এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন। গত ২০১২ ইং সালে পবিপ্রবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ছাড়াও দেশি-বিদেশি জার্নালে শহীদুলের ২৭টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করেন। শহীদুল ইসলাম যশোর জেলার আলমনগর গ্রামে ৩০ শে ডিসেম্বর ১৯৭০ ইং সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মো. আব্দুর রহিম খান ও মাতা সবিরন। তিনি সকলের নিকট দোয়া কামনা করছেন।