মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডাসারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আশফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসফিয়া (৮)। তারা সম্পর্কে দুজন চাচাতো বোন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ও মাসফিয়া একই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। আশফিয়া ও মাসফিয়া দুজন দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

নিহত দুই শিশুর বড় চাচা গোলাম মাওলা বলেন, ‘আজ অনেক গরম পড়েছে। তাই দুপুরে আশফিয়া ও মাসফিয়া গোসল করার কথা বলে ঘর থেকে বের হয়। পরে আমরা তাদের খুঁজতে বের হই। দেখি বাড়ির পাশেই পুকুরে ওরা গোসল করছে। তখন ওদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর ওরা সবার অজান্তে আবারো পুকুরে গোসল করতে যায়। প্রায় আধা ঘণ্টা পর ওদের দেখতে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি। দেখি ওই পুকুরের পাশেই ওদের স্যান্ডেল পরে আছে। তখন পুকুরে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ