শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডা. অর্ণা স্বাচিপের সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের শোভাযাত্রা

নাঈম হোসেন, রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আ. লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আই.এইচ.টি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এই শোভাযাত্রাটি নগরীর বাকের মোড়, মিঠুর মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দাশপুকুর মোড় হয়ে প্যারামেডিকেল মাঠে গিয়ে শেষ হরেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় শত শত শিক্ষার্থীদের পদচারণা ও স্লোগানে মুখরিত হয় আইএইচটি প্রাঙ্গন।

ডা. অর্ণা জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, স্বাচিপের মতো বড় পরিসরে থেকে অতিতের ন্যায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে এগিয়ে আসবেন তিনি। তারা বলেন,যে-কোন সংকট ও সম্ভবনায় ডা. অর্ণা জামানের পাশে থাকে কাজ করে যাবেন আই.এইচ.টি ছাত্রলীগ।

আরো বলেন, স্বাচিপের সুফল থেকে এতোদিন সাধারণ মানুষ বঞ্চিত থাকলেও এখন ডা. অর্ণা জামানের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধাগুলো কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন। সেই সাথে ডা. অর্ণা জামানের হাত ধরেই স্বাচিপ রাজশাহী জেলা কমিটি ও রাজনীতির তরুণ নেতৃবৃন্দ সামনের দিকে এগিয়ে যাবে।

আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন আই.এইচ.টি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন আকাশ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *