
আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালী দেওটি ইউনিয়নের একই পরিবারের তিন ভাই এবং নোয়াখালী জেলার জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এবং এম এইচ গ্লোবাল গ্রুপের কর্ণধার ক্যাপ্টেন গোলাম কিব্রীরিয়া, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম সম্প্রতি সিআইপি সম্মাননা অর্জন করেন।
একই সাথে ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা এবং এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্লোবাল উমেনটেরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করায় তাদের সম্মানে দেওটিবাজার স্পটিং ক্লাব ও বানিপুর ভিক্টোরিয়ান হেল্পিং ক্লাবের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় এক গণসংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিভাগ আন্দোলনের বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সেবা, সমাজকল্যাণমূলক কার্যক্রম ও দেশ-বিদেশে জনকল্যাণে মানোবিক কাজের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সিআইপি সম্মাননা প্রদান করা হয়েছে। তারা ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের মানবতার পথে নিরলস কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষাংশে কৃতজ্ঞতা প্রকাশ করে তারা দেশ ও মানুষের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











