6
যায়যায় কাল প্রদিবেদক: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধানের পদে আবার পরিবর্তন এসেছে। হারুন অর রশিদকে সরিয়ে মুহা: আশরাফুজ্জামানকে দায়িত্ব দেওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে রেজাউল করিম মল্লিক নতুন ডিবি প্রধান হিসাবে দায়িত্ব পেলেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (গোযেন্দা) হিসেবে রেজাউল করিম মল্লিককে দায়িত্ব দিয়ে রোববার অফিস আদেশ জারি করেন।
গত ৩১ জুলাই সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান এক আদেশে হারুনকে সারিয়ে ডিএমপির লজিস্টিক, ফিন্যান্স এর অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেন।
তবে ৫ অগাস্ট সরকার পতনের পর কার্যত পুলিশের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পুলিশের আইজি, পুলিশ কমিশনারসহ পুলিশের ব্যাপক রদবদল হয়। পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ অনেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়া ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।