বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় এলসিএস কর্তৃক টুনিরহাট বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউএনও মো: নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) নীলফামারী মো: ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশলী মো: শফিউল ইসলাম, নবাগত ইউ.পি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন ৮১ লক্ষ ৫০১ টাকা ব্যায়ে টুনিরহাট বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তরের কাজটি সম্পন্ন হবে বলে জানান।