
বাসুদেব রায়, ডিমলা (ডিমলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন) :স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা ভূমি অফিস মাঠে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
পরে এতে ছিলেন উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে সালমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারি মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, জনস্বস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তহিন হাসান বিশ্বাস, ভূমি অফিসের সার্ভেয়ার রাব্বিল আল আমীন তারেক, ডিমলা প্রেসক্লাব এর সভাপতি মাজহারুল ইসলাম লিটনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।