
মো. সাইফুল ইসলাম, নীলফামারী : নীলফামারীর ডোমারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ঝাড়ু মিছিল করেছে নেতাকর্মীরা। পরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ কর্মী-সমার্থকেরা।
শুক্রবার বিকালে সাড়ে ৫টায় ডোমার হাইস্কুল মাঠ হতে দুই শতাধীক নারী পুরুষ ঝাড়ু হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ভবনের সামনে এসে ওই নেতার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এলাকাবাসী আমিনুর রহমান, জয়নাল আবেদীন ও গোলামিন রহমান প্রমুখ।
বক্তব্য বলেন, শেখ হাসিনার পতনের পর হতে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন চাঁদাবাজি, দখলবাজি, সাধারণ মানুষের উপর হামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। সুমনকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।