বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনুস বলেছেন বিদেশে পাচার ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে: মান্না

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পাচ্ছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, তাদেরকে বলি শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। ঐ শেখ হাসিনার আমলে জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তারা যতো অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস বলেছেন, বিদেশে পাচারকৃত ২৫ লাখ কোটি টাকা ফেরৎ আনা হবে। আমাদের দাবি, যদি ঐ টাকা ফেরত আনা হয় তাহলে সেটা গরিবদের কল্যাণে ব্যয় করতে হবে। আমরা শেখ হাসিনার আমলের নির্বাচনের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছেন তারা বলেছেন, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবেন। আমরা সেই আশায় করছি।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশ শুরু হয় শুক্রবার বিকেল ৫টায়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ