বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে তিতাস-ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাসের সভাপতি সাকিব আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির সদস্য প্রফেসর ড. দেলোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান, আইটি হাব কম্পিউটার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দীন মঈন।
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীকে সকল ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে হৃদয়ে মনুষ্যত্বকে লালনের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, কেননা সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। আমাদের পবিত্র কোরআন শরীফেও মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বলা হয়েছে, সেখানে কোনো মুসলমানকে আশরাফুল মাখলুকাত বলা হয়নি। কাজেই তোমাদের মননে কোনো ধরনের কূপমন্ডুকতাকে স্থান দেওয়া যাবে না।
এসময় তিনি তিতাস-ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম অব্যাহত রাখতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।