
নিজস্ব প্রতিবেদক, মো. জুবায়ের ইসলাম : ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নে একটি কম্বো ক্যাম্পেইন “ডিবি স্মার্ট”-এর উদ্ভোধন করে । নিয়মিত ব্যাংকিং-এর বাইরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবা এবং সুবিধাগুলিকে উন্নত দক্ষতা, কম অপারেটিং খরচ এবং যথেষ্ট ফ্লেক্সিবিলিটির সাহায্যে গ্রাহকদের কাছে পৌছে দেওয়াই হলো-এর মূল লক্ষ্য। সামগ্রিকভাবে ক্যাম্পেইনটির মাধ্যমে নতুন পরিষেবা সমূহ যেমনঃ Ezy অ্যাকাউন্ট, DBL Go রেজিস্ট্রেশন, eRIN, ক্রেডিট কার্ড এবং টিউশন ফি সহ অন্যান্য ব্যাংকিং সুবিধাগুলো গ্রাহকদের মাঝে পরিচিতি লাভ করবে এবং সহজে পৌছে যাবে।
ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক ব্যাংকের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পেইটির উদ্বোধন করেন।
হক বলেন, “ঢাকা ব্যাংক লিমিটেড এই ধরনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু করতে আগ্রহী, কারণ কোভিড-১৯ মহামারীর পর থেকে ব্যাংকটি ব্যাংকিং খাতে অসাধারণ সব ডিজিটাল উদ্যোগ ও সমাধানের মাধ্যমে পরিচালিত ডিজিটাল রূপান্তরে বিশেষ প্রবৃদ্ধি অর্জন করেছে। তাই ঢাকা ব্যাংক লিমিটেড এই ধরনের ডিজিটাল ক্যাম্পেইনে আন্তরিকভাবে আগ্রহী।“
তিনি আরও বলেন, “আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের আওতায় সর্বোচ্চ সংখ্যক গ্রাহকদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি।“
ঢাকা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এ কে এম শাহনেওয়াজ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এ এম এম মঈন উদ্দিন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মোঃ মোশতাক আহমেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আখলাকুর রহমান অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
এছাড়া ইভিপি এবং রিটেইল বিজনেস বিভাগের প্রধান, এইচ.এম. মোস্তাফিজুর রহমান; ইভিপি এবং সিএফও, জনাব সাহাবুব আলম খান; এসইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান, মোঃ টিপু সুলতান; ইভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান, এম রেজাউর রহমান; এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এবং সকল ব্রাঞ্চ ম্যানেজারগণ ভার্চুয়াল সংযুক্ত থেকে ক্যাম্পেইনটির উদ্ভোধনী অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন।