শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাকা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর এক্সক্লুসিভ কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : ঢাকা ব্যাংক লিমিটেড এবং দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা “বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)”-এর কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডটি যৌথভাবে উন্মোচন করেন , ঢাকা ব্যাংক লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন।
গত ২৫ সেপ্টেম্বর তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল , ঢাকায় বিআইপি’র একটি আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কার্ডটি যৌথভাবে উন্মোচন করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখেন। ঢাকা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইমারজিং মার্কেট অফিসার মোঃ মোস্তাক আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, আশীষ চক্রবর্তী পরিচালক , বিজনেস ডেভেলপমেন্ট-সাউথ এশিয়া ভিসা, সিরাজ সিদ্দিকী (শাকিল)-পরিচালক , হেড অব প্রোডাক্টস অ্যান্ড সলিউশনস সাউথ এশিয়া ভিসা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন , “ঢাকা ব্যাংক লিমিটেড বিআইপির সাথে এই কো –ব্র্যান্ড কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত। আমি বিশ্বাস করি ঢাকা ব্যাংক লিমিটেড এবং বিআইপি ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডগুলি বিআইপি-র বিভিন্ন অংশীদারদের সফলভাবে সহজ এবং ঝামেলামুক্ত পেমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করবে। যা মূল্য সংযোজন পরিষেবাসহ বিভিন্ন সুবিধা প্রদান করবে।”আমরা ডিজিটাল ও উন্নয়নশীল বাংলাদেশের একটি অংশ হতে চাই এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের আওতায় বৃহত্তর গ্রাহকদের আনতে অবদান রাখতে চাই।

এই কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডটির সিগনেচার এবং প্ল্যাটিনাম ভেরিয়েন্টে বিআইপি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা ,সদস্য এবং কর্মচারীদের জন্য সহজলভ্য হবে। এক্সক্লউক্সিভ ক্রেডিট কার্ডগুলি আন্তঃসীমান্ত লেনদেনের অনুমতি দেবে। কার্ডগুলোর ১ম বছরের ইস্যু ফি এবং বছরে ১৮টি লেনদেনের পর্যন্ত কোন নবায়ন ফি গ্রহণ করবে না। সুরক্ষিত ইএমভি কার্ড ,কমপ্লিমেন্টারি মিট এন্ড গ্রীট পরিষেবা,বিনামূল্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের প্রবেশাধীকার, বিনামূল্যে ৫ তারকা হোটেলে ১টি কিনলে ১টি ফ্রি, বুফে ডাইনিং অফার ,১৩’শোর বেশী এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার ,চল্লিশ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমাসহ অসংখ্য ছাড় সুবিধা ও কেনাকাটায় কার্ড পয়েন্ট যুক্ত করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *