বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভায় নতুন কমিটি

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আনোয়ার ও সাংগঠনিক ইকরাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ২০২৪-২০২৬ নির্বাচন উপলক্ষ্যে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন বায়রা এর সাবেক সভাপতি ও প্রাক্তন এম.পি এম.এ.এইচ. সেলিম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল মোবারক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আল-ইকরাম ওভারসীজের স্বত্বাধিকারী মো. ইকরাম চৌধুরী।

এছাড়াও প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান অপু, দপ্তর সম্পাদক পদে সরোয়ার জাহান বকুল মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সবাইকে সিন্ডিকেট মুক্ত বায়রা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘সিন্ডিকেট মুক্ত জনশক্তি রপ্তানি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট আসন্ন বায়রা নির্বাচনে দুর্দিন-দুঃসময়ের পরীক্ষিত নেতা, সাবেক সফল সভাপতি এম.এ.এইচ. সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ