বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়ায় সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সংবর্ধনা

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আবু ফয়েজ ফোরকানকে সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আয়োজকরা জানান, এটি নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত। যা তার ভবিষ্যৎ উজ্জ্বল করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ। এখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয় এবং এটি ছাত্রজীবনে একটি মাইলফলক। ছাত্র দলের পক্ষ থেকে এমন সংবর্ধনা নিঃসন্দেহে নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করবে।

সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সীতাকুণ্ড রাজবাড়ী রেস্তোরায় এই আয়োজন করা হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক কাউন্সিল মো: সেলিম উদ্দিন।

সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো কামরুল ইসলাম বাবলু সভাপতিত্বে এবং সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম বাবলু সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা জিয়ামঞ্চের সভাপতি মো: আক্তার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো আলাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শাকিল ভুঁইয়া, সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সদস্য আবু সায়েম, সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রদলের উপদেষ্টা মাসুদসহ সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু ফয়েজ ফোরকানকে ফুল ও অন্যান্য উপহার দিয়ে বরণ করেন সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও, তাকে শিক্ষাজীবনের পথচলায় দিকনির্দেশনা ও সহযোগিতা করার জন্য আশ্বাস দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া এই আবু ফয়েজ সীতাকুণ্ডবাসী এবং সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্র দলের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছেন।

সবশেষে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আবু ফয়েজ ফোরকানের জন্য একটি উষ্ণ অভ্যর্থনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে তার পথচলার শুভ সূচনা বয়ে আনবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ