সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীতে সেবাপ্রাপ্তি অভিগম্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) নীলফামারী ডায়াবেটিক সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিইবের সহকারী পরিচালক নাসিমা পারভিন। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, রিইবের সহকারী পরিচালক রুহি নাজ, রিইবের কনসালটেন্ট রেজাউর রহমান লেলিন, সাংবাদিক ভুবন নিখিল রায়, মর্তুজা ইসলাম, পৌরসভার কাউন্সিলর মাহমুদা খানম তন্বী তালুকদার ও কাউন্সিলর রত্না রানী প্রমুখ। সভার শুরুতে ধারণাপত্র পাঠ করেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ এ আইনের গুরুত্ব তুলে ধরেন এবং গোটা জেলায় এই কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান। এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন রিইবের সহকারী পরিচালক রুহি নাজ। এসময় জেলা ও উপজেলা থেকে আগত রিইব আরটিআই গ্রুপের প্রতিনিধিগণ তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও  নাগরিকদের সেবা ও তথ্য প্রাপ্তি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এই সভার আয়োজন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ