কাজী আল আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়নগর উপজেলায় তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শনিবার বিকেলে চম্পকনগর বাজারে তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী ও সুশান্ত পাল।
সদস্য সংগ্রহ প্রক্রিয়া, সাংগঠনিক ঘোষণাপত্র ও শপথ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন জেলা সদস্য সোহেল রানা ভূঁইয়া।
বিজয়নগর উপজেলা সকল সদস্যদের উপস্থিতিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ উপজেলা বিজয়নগর নদী, খাল, বিল, পাহাড়, টিলা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও সম্ভাবনাময় পর্যটন এলাকা। দিনদিন নদ-নদী, খাল-বিল দখল-দূষণ-ভরাট, নির্বিচারে পাহাড়, টিলা ও বৃক্ষ নিধনের ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী বিনির্মানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরী বাংলাদেশ সারাদেশে যে কার্যক্রম পরিচালনা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা বিজয়নগরবাসী তরী বাংলাদেশ এর আদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে নদী ও প্রকৃতি সুরক্ষায় সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করবো।
তারই প্রেক্ষিতে রোববার বিকেলে তরী বাংলাদেশ এর কার্যালয়ে আহবায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া আহবায়ক ও আলমগীর হোসাইনকে সদস্য সচিব করে তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত আহবায়ক কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।