
নিজস্ব প্রতিবেদক : এম. শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন “হাব সম্মিলিত ফোরাম” এর সিলেট আঞ্চলিক পরিষদের ৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা আজ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ০২-০৩-২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য হাব নির্বাচন ২০২৪-২০২৬ এর সিলেট অঞ্চলের ৭টি পদের বিপরীতে মাত্র ৭টি বৈধ মনোয়নপত্র পাওয়া যায়। অর্থাৎ যত সংখ্যক পদ তত সংখ্যক বৈধ প্রার্থী পাওয়ায় এবং অন্য কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এর বিধি ১৫(১)জ ও বিধি ১৭(১) অনুসারে সিলেট অঞ্চলের ৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট অঞ্চল থেকে আঞ্চলিক পরিষদ হাব নির্বাচনে ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত ঘোষনা করা হল।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন- ১। কামরুজ্জামান জুবের ২। মোঃ গিয়াস উদ্দিন ৩। নাজিব বিন মনসুর খাঁন ৪। আহমদ বিলাল ৫। মোহাম্মদ ফয়জুল বাশার ৬। মোঃ কামরুজ্জামান ৭। মাশহুদ আহমদ।
হাব নির্বাচন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।