বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘তারেক রহমান লন্ডনে বসে নেতাকর্মীদের মাঠে নামিয়ে ফায়দা নিচ্ছেন’

মৌলভীবাজার প্রতিনিধি: কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান বলে দাবি করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামিয়ে ফায়দা নিচ্ছেন। তাদের সঙ্গে প্রতারণা করছেন। নেতাকর্মীদের ব্যবহার করে বিভ্রান্ত করছেন। ক্ষমতার লোভ দেখাচ্ছেন। তিনি কিভাবে নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখ যোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন।

শেখ পরশ বলেন, তারেক রহমান যখন মুচলেকা দিয়ে বিদেশে চলে যান, তখন আন্দোলন করা কর্মীরা প্রাপ্তবয়স্ক ছিল না। তারা তো তারেককে চেনে না। তারা তার অরাজকতা দেখেনি। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক রহমান রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে আছেন। সম্পদের পাহাড়ের ওপর বসে বসে আন্দোলনের ঘোষণা দেবেন। আর সেই আন্দোলনে প্রাণ দেবেন এদেশের তরুণরা, এত বোকা ভাববেন না। এদেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি করেন এদেশের জনগণই আপনাদের নেতাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে।

যুবলীগকর্মীদের উদ্দেশে শেখ পরশ বলেন, আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং বন্ধ করতে হবে। বর্তমানের কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোনো সুযোগ নেই। নিজের ভাইয়ের পেছনে না লেগে দেশের প্রকৃত শত্রুদের পেছনে মনোনিবেশ করতে হবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *