
বি এম বাবলুর রহমান, তালা: সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড় তোলার লক্ষ্যে জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
শুক্রবার বিকাল ৪ টার সময় নুরুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা সরকারী বি এল সহযোগী অধ্যাপক মামুন কাদের। বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের জেলা আমির উপাধ্যক্ষ্য শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, গ্রাম বাসীর পক্ষে শেখ শফিউল্লাহ সবুর, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদের তালা উপজেলা সভাপতি ও রহিমাবাদ মসজিদের পেশ ইমাম অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। এনডিসি নাবিল হোসেন তামিম, সহকারি কমিশনার- সাইফুল ইসলাম, সহকারি কমিশনার তাইজুল ইসলাম, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল অতিথি বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপন করেন।