
বি এম বাবলুর রহমান, তালা: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে তালায় র্যালি ও আলোচনা সভা, উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাইন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াত ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহামুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম. মফিদুল হক লিটু, যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ,তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার,তালা প্রেসক্লাবের প্রতিনিধি পার্থ প্রতিম মন্ডল, ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্যচাষি, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চারটি ক্যাটাগরিতে উপজেলা মৎস চাষীদের কে পুরস্কৃত করা হয়।