সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তালায় জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

Oplus_131072

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টার  দিকে সাতক্ষীরা তালায় বাংলাদেশ জামায়েত ইসলামীর আয়োজনে তালা উপশহর ও ইসলাম কাটি ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা (পুরুষ ও মহিলাদের পৃথকভাবে) অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

উপজেলা জামায়াতের ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক। সাতক্ষীরা শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন। ৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক সহ, ১২ ইউনিয়নে র আমীর, সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

কর্মশালায় প্রদান অতিথি তার বক্তৃতায় বলেন, ছাত্র আন্দোলন হয়েছিল We want jastic, কোন চাঁদাবাজি থাকবে না, কোন দুষ্ক্বৃতিকারি থাকবে না,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে। আগের দিনের দখলদারের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদার হার বেড়ে গেছে, সে স্থানে অন্যরা দখলে নিয়েছে, চাঁদার হার দ্বিগুণ হয়েছে। আন্দোলনের ফসল চাঁদাবাজদের দখল থেকে মুক্ত করে, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ আমরা উপহার দিতে চাই।এ জন্য সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে একটি দেশপ্রেমিক সরকার গঠন করতে চাই। এ জন্য আমাদের ভূমিকা সবার আগে রাখতে হবে। আমরা যেখানে দুর্নীতি দেখবো, যেখানে অসামঞ্জস্যতা দেখবো, সেখানে আমরা প্রতিবাদ করবো। সকল অপকর্ম এবং কালো অধ্যায়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এ জন্য সৎ, যোগ্য ব্যক্তি নির্বাচিত করে আমরা কাঙ্খিত ফলাফল উপহার দিয়ে দুঃশাসন মুক্ত সমাজ, রাষ্ট উপহার দিতে চাই।

সার্বিক অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা মাছুম বিল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *