
বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): তালা উপজেলার হাজরাকাটি বাজারের মৎস্য অফিসের বিশেষ অভিযানে সাদা সোনা খ্যাত ২০ কেজি বাগদা চিংড়িতে জেলি পুশ করে বাজারজাতকালে মাছ জব্দ করে বিনষ্ট করাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে তালা উপজেলা মৎস্য অফিস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তালার হাজারাকাটি এলাকায় জেলি পুশ করা বাগদা চিংড়ি মাছ বাজারজাত করার উদ্দ্যেশে আনা হয়। এসময় তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তারিক ইমাম অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ২০ কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিক্রেতা কাঠবুনিয়া গ্রামের বিধান কুমার সরদারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরে ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে জব্দকৃত মাছগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।