
বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের মধ্যে ফল ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে তালা শাহাপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মো. ইজাহার আলী সঞ্চালনা করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফাউন্ডেশন উপদেষ্টা শেখ নুরুজ্জামান, তালা ইউনিয়নের ইউপি সদস্য সদস্য মো. আসাদুজ্জামান ,তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, যুবদল নেতা আহমদ সরদার, প্রভাষক শেখ আবু জাফর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেহেদী, রাজু, আজিজুর,স্থানীয় মসজিদের ইমাম, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, এলাকাবাসী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বৃক্ষরোপনের গুরুত্ব এবং কিভাবে কর্মসূচি আরও বিস্তৃত করা যায় তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের মাঝে আম, কাঁঠাল, মেহগনি প্রভৃতি চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।
ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা ও সভাপতি শেখ মশিউর রহমানসহ অন্যান্য যুবকদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভায়ড়া গ্রামে অবস্থিত। এটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান।
“দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বৃক্ষ বিতরণ, অসহায় দুস্থদের সাহায্য, দরিদ্র ছাত্রদের আর্থিক সহযোগিতা, বন্যার্তদের সহযোগিতা, শিক্ষা সফর সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।