
বি এম বাবলুর রহমান, তালা: তালা প্রেসক্লাবের আয়োজনে গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজের ষ্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাঅনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় তালার ব্যস্ততম তিনরাস্তার মোড় বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, তালা ক্লাবের সাধারন সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ এম.এ মান্নান,দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, বিবিআর নিউজ.কম সম্পাদক ও প্রেসক্লাব সিনিয়র সদস্য বি.এম বাবলুর রহমান, সিনিয়র সদস্য মোঃ জহর হাসান সাগর, সদস্য পার্থ প্রতীম মন্ডল, শেখ ফয়সাল হোসেন, মোঃ লিটন হুসাইন, কাজী এনামুল ইসলাম বিপ্লব, মোঃ হাফিজুর রহমান,কাজী ইমদাদুল বারী জীবন,দ্যা রেড জুলাই সাতক্ষীরা জেলার যুগ্ম আহবায়ক এমডি মামুন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহ জালাল আহমেদ রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গাজীপুর নগরের চান্দিনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা সকলের জন্য উদ্বেগজনক। বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তালা প্রেসক্লাব। এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টাকারিদের কঠোর হস্তে দমনের জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করা হয়।