
বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা তালার পল্লিতে হাজরা কাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় অর্ধেক পুড়ে ছাই হয়েছে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে হাজরা কাটি বাজারে ভয়াবহ এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায়েএক ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ এই আগুনে রায়হান, ছুরমান, রানা, হানিফসহ আশেপাশের আরও কয়েকজনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। চা, মিষ্টির দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস দিপা রানী সরকার, অফিসার ইনচার্জ মোঃ মো. মাইনউদ্দিন সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সর্বশেষ তথ্য মতে, আগুন লাগার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
 
				











