
খাঁন মো. আ. মজিদ
তুমি জান তো দয়াল
তুমি মোর জীবনের সাধনা
ও তুমি জান না (২)
আমি রাস্তায় রাস্তায় খুঁজিয়া
বনে বনে ঘুরিয়া
তাও না পাইলাম তোমার ঠিকানা
আমি তোমায় যদি পাইতাম
তোমার স্বনে জাইতাম
যেখানে যাইবে কোন বাঁধা নাই (২)
আমি জানিয়া শুনিয়া
পিরিতি না করিলে
অকালে গেলাম বুঝি আমি ডুবিয়া ॥
যে জন পিরিতি করে
সেই জনা যে বুঝে
পিরিতে এত জ্বালা যন্ত্রনা (২)