চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): “এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাড়ে ১১ টায় থানচি প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা, সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।