বুধবার, ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে এক নারী লাশ উদ্ধার, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের একটি গহীন জঙ্গল থেকে চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। থানচির তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখ্যং পাড়া নিহত চিংমা খেয়াং একই এলাকার বাসিন্দা সুমন খেয়াংয়ের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

এদিকে বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন– থানচি আদিবাসী ছাত্র সমাজ।

মঙ্গলবার দুপুরে বাসষ্টেশন এলাকা থেকে শুরু করে বাজার অলিগলি ও প্রধান প্রধান সড়কের বিক্ষোভ মিছিল শেষে বাজার মাঠ প্রাঙ্গনে শৈটিংউ খিয়াং সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এই প্রতিবাদ সমাবেশের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা ও যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।

এসময় উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন– ছাত্র সমাজের নেতা সিংওয়াই মং মারমা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, যুব নেতা উক্যবুং মারমা, উপজেলা খিয়াং স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সদস্য চিংম্রা খিয়াং, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের দপ্তর সম্পাদক মংএনু মারমা, বম স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সদস্য লালসিন বম, খুমী স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক থংলে খুমী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আশাবান ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেছেন– চিংমা খেয়াং সকালে জুম চাষের জন্য পাহাড়ে যান, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান এবং তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রত্যান্ত দুর্গম এলাকায় তিন সন্তান জননী চিংমা খিয়াংকে নিজ জুমে কাজ করার সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন সেটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে।

শুধু পার্বত্য চট্টগ্রামে নয় দুর্গম সীমান্তবর্তী পাহাড়ে বসবাসরত প্রতিটি নারী এখন আর নিরাপদ নয়। পাহাড়ে যেখানে যুগের পর যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি, সেখানে কোনো ধর্ষণ কিংবা হত্যার ঘটনা ঘটেনি কিন্তু থানচির মতো দুর্গম এলাকায় এখন সেসব প্রত্যন্ত অঞ্চলে ধর্ষণের পর হত্যা ঘটনা ঘটছে। এই ঘটনায় প্রকৃত দোষীদের আইনে আওতায় এনে সঠিক বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণকারীকে আইনে আওতায় না আনলে কঠোর আন্দোলনে কর্মসূচি ডাক দেয়া হুঁশিয়ারি দেন ছাত্র সমাজের সংগঠনের নেতারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *