বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করেছে উপজেলা বিএনপি, সকল অংঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।

আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মংশৈম্রাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো:।

থানচি উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক জওযাইপ্রু মারমা (জয়) সঞ্চয়ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আদ্রিয়জন ত্রিপুরা, সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবু নোমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে দেশের তৎকালীন নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটে। সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এই দিনের পরিবর্তনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা নতুন গতি পায়।

বক্তারা আরো বলেন, ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী হিসাবে সাচিং প্রু জেরীর নাম ঘোষনা করা হয়েছে। বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি ধানের শীর্ষ পক্ষে কাজ করার আহব্বান জানান বক্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ